নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

নাকভি জানান, আগে থেকেই নির্ধারিত হাইব্রিড মডেল অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পিসিবি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেমন ভারত পাকিস্তানে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল, এখানেও আমরা সেই চুক্তির ধারাবাহিকতায় খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করবে আইসিসি ও বিসিসিআই।’

এর আগে, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি ভারত। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয় দুবাইকে। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত কোনো দল আইসিসি টুর্নামেন্ট আয়োজক হলে বিরোধী দল নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে।

চুক্তির এই প্রেক্ষাপটে পাকিস্তান নারী দলও এবার ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে বলে জানানো হয়। এমনকি আগামী বছর ভারতের মাটিতে পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ হলেও সেখানেও পাকিস্তান অংশ নাও নিতে পারে। নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

পাকিস্তান নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্ট পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি জানান, নারী দলকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। তিনি বলেন, ‘দলটি হোম কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। দলগত পারফরম্যান্সে জয় এসেছে। আমি আনন্দিত যে আমাদের নারী দল এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে।’