নাশকতার দুই মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পৃথক দুই থানার মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে দুই বছরের সাজা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন। এর মধ্যে সরকারি কাজে বাধার অভিযোগে রাজধানীর শ্যামপুর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ বিএনপির ১০ নেতাকর্মীর দুই বছরের সাজা দেন। পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামাল হোসেন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ আকাশ, মো. সুজন, কামরুজ্জামান, কাজল, হাফিজ ও জাকির হোসেন। ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় বিএনপি নেতাকর্মীরা সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করে।
এদিকে আজ দ্রুত বিচার আইনে রাজধানীর ভাষানটেক থানার মামলায় বিএনপির তিন নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক। রায়ে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০১৩ সালের অক্টোবরে রাজধানীর ভাষানটেক থানাধীন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।