সাইফুল ইসলাম:
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী) গ্রামের নিখোঁজ হওয়া পঁয়ষট্টি বছর বয়সী কবিরাজ জাফর আহাম্মদকে খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দেড় বছর আগে পেশাগত কাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। এ ঘটনায় থানায় জিডি হলেও পুলিশ তার হদিস পায়নি। পরবর্তীতে নিখোঁজ কবিরাজ জাফর আহাম্মদের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি অপহরণ মামলা করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটির তদন্ত করার দায়িত্ব দেন পিবিআইকে। তদন্তভার গ্রহণের পর থেকেই বিভিন্ন তথ্যের ভিত্তিতে নিখোঁজ সেই কবিরাজ জাফরের সন্ধান পেতে কাজ শুরু করেছে পিবিআই। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে নিউজ পোস্টে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন নোয়াখালী জেলা পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম।
মামলা সূত্রে জানা যায়, জাফর আহাম্মদ (৬৫), পিতা- মৃত আনা মিয়া, সাং-পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী), থানা- রামগঞ্জ, জেলা- লক্ষীপুর, কবিরাজী করেন। তিনি প্রতিদিন সকাল ৮.০০/৮.৩০ টায় ঘর হতে বের হয়ে রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় আসা যাওয়া করতেন। প্রতিদিনের ন্যায় গত ০২ জুলাই ২০২২ইং তারিখ সকাল ৮.৩০ টায় বাড়ী হতে করিবাজী চিকিৎসা করার জন্য বরে হয়ে আর ফেরত আসে নাই। তার ছেলে তোফায়েল আহম্মদ সম্ভাব্য সকল ¯খানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রামগঞ্জ থানার জিডি নং- ১৩৬, তাং-০৩/০৭/২০২২ ইং মূলে নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়রি (জিডি) করেন। পরবর্তীতে তোফায়েল আহম্মদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন (মামলা নং- ১৯, তাং- ২৫/০৭/২০২২ ইং)। মামলাটি তদন্তকালে থানা পুলিশ ভিকটিমের কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই’তে ন্যাস্ত হওয়ার পর থেকে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম, পিবিআই নোয়াখালী জেলা মামলাটি তদন্ত করছেন। মামলাটির রহস্য উদঘাটনের জন্য ভিকটিমের সন্ধান পাওয়া অত্যান্ত জরুরি। এমতাব¯’ায়, ভিকটিমের সন্ধানের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে পিবিআই নোয়াখালী জেলা।
ভিকটিমের শারীরিক বর্ণনা :
নাম ও বয়সঃ জাফর আহাম্মদ (৬৫), পিতার নামঃ মৃত আনা মিয়া, ঠিকানা ও পেশা: সাং-পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী), থানা- রামগঞ্জ, জেলা- ল²ীপুর, পেশা- কবিরাজ, পোশাক ঃ লুঙ্গি, লাল রংয়ের চেক শার্ট, হারানোর তারিখ ঃ ০২/০৭/২০২২ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকা হইতে বিকাল ০২.০০ ঘটিকার মধ্যে, নিখোঁজ হওয়া ব্যক্তির সর্বশেষ অব¯’ান ঃ নিজ বাড়ী, উ”চতা ও শারীরিক গঠন, মুখমন্ডলঃ উ”চতা ৫ ফুট ৪ ইঞ্চি, শারীরিক গঠন- মাঝারী, মুখমন্ডল- লম্বাটে, মুখে দুই ইঞ্চি পরিমান কাচাপাকা দাঁড়ি, গোফ আছে, চুল ও গায়ের রং: কালো, ভাষা ঃ ল²ীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে ও শিক্ষাগত যোগ্যতা : দশম শ্রেনী পর্যন্ত।