নীলক্ষেত মোড় অবরোধ: বৃষ্টিও সরাতে পারেনি ৭ কলেজের শিক্ষার্থীদের

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও তারা সরে যাননি। বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে রোববার নীলক্ষেত অবরোধ করে আন্দোলন শুরু করে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।

আজ দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে চতুর্দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষ। পরবর্তীতে পুরো মিরপুর রোডে অবরোধের প্রভাব পড়ে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষ বারবার শুধু আশ্বাস দিয়ে আমাদের সরিয়ে দিয়েছে। আমরা আজ আর ঘরে ফিরে যাবো না। বৃষ্টিতে ভিজবো, মরবো। তবুও দাবি আদায় করে ঘরে ফিরবো।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে। তাই আন্দোলন করে দাবি আদায় ছাড়া কোনো উপায় নেই। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন আমরা অব্যাহত রাখবো।