নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে বাবাকে হত্যা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)

যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় ছেলে জনির ইটের আঘাতে মহিউদ্দিন (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জনিকে আটক করেছে পুলিম।সোমবার (২৪ মার্চ) ভোরে নাভারণ কাজিরবেড় এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত মহিউদ্দিন ওই গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।

নিহতের ছেলে জাহিদ জানান, মাদক কেনার জন্য ১৭ মার্চ পিতার কাছে টাকা চায় জনি। সে টাকা দিতে আপত্তি জানায়। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে আসলে সোমবার ভোরে বাবা মারা যান।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল  বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত ছেলে জনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।