নোয়াখালীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে পৃথক ঘটনায় একদিনে পানিতে ডুবে দুই ভাইসহ ৬ শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। আজ বুধবার (৫ জুলাই) ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, আজ বুধবার দুপুরের দিকে নোয়াখালীর কবিরহাট, হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথকভাবে এসব দুর্ঘটনা ঘটে।  ৬ শিশুর মধ্যে তিন শিশু হলো কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু নিউজ পোস্ট বিডিকে বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ নিউজ পোস্ট বিডিকে বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন নিউজ পোস্ট বিডিকে বলেন, খবর পেয়ে দুই ভাইয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গত দুদিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।