সেলিনা আক্তার:
বেস্ট ইউথ ইমপাওয়ারম্যান্ট টেক কোম্পানি হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড জিতল তরুণ উদ্যোক্তাদের ই-কমার্স প্রতিষ্ঠান ও বাংলাদেশের অন্যতম ড্রপশিপিং প্ল্যাটফর্ম ইজিড্রপ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে ওয়ান ওয়ে স্কুলের আয়োজনে ন্যাশনাল টেক কার্নিভাল ২.০ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রাদান করা হয়।
ইজিড্রপ, বাংলাদেশের অন্যতম ড্রপশিপিং প্ল্যাটফর্ম যা তরুণ উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার সুযোগ প্রদান করে। এই অ্যাওয়ার্ড ইজিড্রপের দেশব্যাপী যুবসমাজকে ক্ষমতায়নের প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি।
অনুষ্ঠানে ইজিড্রপের প্রতিষ্ঠাতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য বিশাল একটি অনুপ্রেরণা। আমরা ভবিষ্যতে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করতে কাজ করে যাব।’
উল্লেখ্য, ইজিড্রপ ৮০০-এরও বেশি মানুষকে উদ্যোক্তা হয়ে উঠতে সহায়তা করেছে। ইজিড্রপের সবচেয়ে বড় সুবিধা হলো, তারা বিনা বিনিয়োগে উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার সুযোগ দিচ্ছে। ড্রপশিপাররা নিজেরা কোনো প্রোডাক্ট সোর্স বা স্টক করতে হচ্ছে না এবং ডেলিভারির জন্য আলাদা চিন্তা করতে হচ্ছে না। ইজিড্রপের মাধ্যমে ড্রপশিপাররা দেশের ভেতরেই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারছেন, যার ফলে তৈরি করতে পারছে নিজস্ব ব্র্যান্ড।