পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানা যায়, শনিবার বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ও চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে অর্ধগলিত থাকায় পরিচয় এবং বয়স শনাক্ত করা যাচ্ছে না।

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহটি প্রায় গলিত। বয়স আনুমানিক ৩৫ হবে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাদারীপুরের শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লাশটির শরীর ক্ষতবিক্ষত। পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।