পরীমণি যেভাবে সুপ্তি হয়ে উঠলেন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

বিনোদন ডেস্ক:

সিনেমার নায়িকা পরীমণি এখন পুরোদস্তুর মা। দুই সন্তান নিয়েই এখন তাঁর পৃথিবী। যে পৃথিবীতে অভিনয়, উদযাপন আরও অনেক অনুষঙ্গ রয়েছে। কিন্তু সবই ওই সন্তানদের ঘিরে আবৃত হচ্ছে পরীমণির। নায়িকারা মা হওয়ার পর ভক্তদের মাঝে প্রশ্ন জাগে– তিনি কি আর কাজে ফিরতে পারবেন? বা কাজে কি নিয়মিত হবেন? পরীমণির বেলাতেও এমন প্রশ্ন অহরহ এসেছে, আসছে।

এসব প্রশ্নের মধ্যেই পরীমণি করেছেন ওটিটি সিরিজ ‘রঙিলা কিতাব’। যার ট্যাগলাইনে লেখা ‘রক্তে রাঙানো প্রেমের কিসসা’। যে সিরিজটির গল্পেও পরীর বাস্তব জীবনের মা হওয়ার অভিজ্ঞতাই প্রতিফলিত হয়েছে। তাই সিরিজটিতে সহসাই পরীমণি থেকে সুপ্তি হয়ে উঠতে পেরেছিলেন নায়িকা। গতকাল সন্ধ্যায় প্রকাশিত হলো রঙিলা কিতাবের ট্রেলার। রাজধানীর ফিল্ম আর্কাইভে বেশ আয়োজন করে প্রকাশ করা হয় ট্রেলারটি। যেখানে হাজির ছিলেন চিত্রনায়িকা পরীমণি, সিরিজটির নির্মাতা অনম বিশ্বাস ও পরীমনির সহঅভিনেতা মোস্তাফিজ নুর ইমরান। ছিলেন অন্য সহকর্মীরাও।
এর আগে রঙিলা কিতাবের পোস্টার প্রকাশ করে জানানো হয়, সিরিজটি হইচইয়ে প্রকাশ পাবে ৮ নভেম্বর। সে সময় থেকেই পোস্টারে ব্যবহৃত পরীমণির প্রেগন্যান্সির ছবিগুলো চর্চায় উঠে আসে। সিরিজটিতেও পরীকে এমন চরিত্রেই দেখা যাবে। যে পরীমণি কয়েক বছর আগে মা হয়েছেন। সেই পরীমণির কাছে এমন চরিত্রে পর্দা বা পোস্টারে আসতে কেমন লাগছে? পরীমণির সহজ উত্তর, নায়িকাদের কখনও প্রেগন্যান্সি বা বেবি বাম্প দেখাতে নেই, আমি এ ব্যাপারটিতে একদমই বিশ্বাসী না। কারণ, এটা কোনো লজ্জাজনক বিষয় না। এটা উদযাপনের বিষয় এবং নারীর জন্য গর্বিত হওয়ার বিষয়। আমি যখন মা হয়েছি, তখনও বেবি বাম্প প্রকাশ করেছি। আর এটা তো অভিনয়ে। বাস্তবে কিংবা পর্দায় দুই জায়গাতেই আমার জন্য বিষয়টি আনন্দের ছিল।

মা হওয়ার আগে এমন প্রেগন্যান্সি নারীর চরিত্রে প্রস্তাব এলে অভিনয় করতেন কিনা? প্রশ্ন রাখলে পরীমণি বলেন, ‘মা হওয়ার আগে যদি এই চরিত্রগুলো আমার কাছে আসতো, আমি জানি না আমি কীভাবে সেটা রিসিভ করতাম। মা হওয়ার পর যেহেতু আমার কাছে এসেছে, তাই কাজটি আমি দারুণভাবে গ্রহণ করেছি ও উপভোগ করেছি। উপভোগের আরও একটি কারণ আছে; সেটি হচ্ছে পরিচালক অনম বিশ্বাস। তিনি অনেক জানাশোনা মানুষ। তাঁর সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে ছিল, সেটা রঙিলা কিতাবের মাধ্যমে পূরণ হয়েছে।’
সিরিজটির সুপ্তি চরিত্র হয়ে উঠতে একদমই বেগ পোহাতে হয়নি পরীর। কারণ, সুপ্তি যেমন বাস্তবের পরীমণি প্রায় তেমনটিই ছিল। তাই ওজন কমানো বা বাড়ানো নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি পরীমণিকে।