পর্যটক বেশে ২ নারী মাদক কারবারি আটক

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে বেড়াতে এসে ইয়াবা ও হেরোইন বহনের অভিযোগে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকৃতরা হলেন- মিনারা আক্তার (২৫), তিনি গাজীপুর টঙ্গি পশ্চিম থানার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। অপরজন লায়লী (৩২), তিনি একই এলাকার বাসিন্দা মো. আরিফের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, দুই মাদক কারবারি পর্যটক বেশে ইয়াবা ও হেরোইন পাচারের উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমরা হিমছড়ি পর্যটন স্পটে অভিযান পরিচলনা করে দুইজনকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে পর্যটক বেশে মাদক পাচার করে থাকেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।