পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব কলারোয়ায় যুবদল নেতার হামলার এক মাস পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার এক মাসেরও বেশি সময় পর সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার আরেফিন তুরানের (৩০) মৃত্যু হয়েছে।
শাহরিয়ার আরেফিন তুরান কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুরান তার দোকানের ভাড়াটিয়া মনিরুল ইসলামের কাছে পাওনা ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল ইট দিয়ে তুরানের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে তুরানকে খুলনা সিটি মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে তার অস্ত্রোপচার হয়। এরপর কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে আনা হয়। এরপর মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেনঅভিযুক্ত মনিরুল ইসলাম কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তবে কেরালকাতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল জব্বার লিটিল বলেন, মনিরুল ইসলাম ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কি না, তা কাগজপত্র দেখে নিশ্চিত হতে হবে।
এদিকে সদ্য বিলুপ্ত কলারোয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মনিরুল যুবদলের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। কাজিরহাট বাজার বণিক সমিতির কমিটিকে কেন্দ্র করে তুরানের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে। মনিরুল ইসলাম ও তার বাবা নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।