পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঘন কুয়াশার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গতকাল বুধবার রাত পৌনে ১২টা থেকে আজ সকাল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১২ টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে লোড নিয়ে দৌলতদিয়া যাওয়ার সময় গোলাম মোওলা, এনায়েতপুরী, রুহুল আমিন ও জাহাঙ্গীর নামের ৪টি ফেরি আটকা পড়ে। এ সময় ফেরি পারাপার হতে আসা যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব কমলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম নাছির উদ্দিন বলেন, গতকাল রাত পৌনে ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল পৌনে ৭টার পর ঘন কুয়াশা কমতে থাকলে এ দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।