পাট উপদেষ্টা পাট শিল্পে বাস্তবভিত্তিক ও সুনির্দিষ্ট প্রস্তাবের আহ্বান
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
পাট পণ্যে ২ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়ে বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি তার জন্য যা প্রয়োজনীয় তার সবই করবো।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী তাঁতবস্ত্র মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভে আলোচনা সভায় তিনি একথা বলেন।
পাট উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পাট পণ্য রপ্তানিতে ৫ বিলিয়ন ডলারের যে সম্ভাবনার কথা বলছেন, সেটা না, ২ বিলিয়ন ডলার অর্জন করতে হলে কি করতে হবে, বলেন? কত, কোথায় বিনিয়োগ করতে হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি করবো। সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন, বায়বীয় পদক্ষেপে আমি কাজ করতে পারি না। আমাদের অনেক ধরনের অগ্রাধিকার আছে, আমি যাতে গাছেত নিচে দাঁড়িয়েই ফল পেড়ে খেতে পারি সে ধরনের ফল দিন, আমি নিশ্চয়তা দিচ্ছি তার জন্য যা প্রয়োজন তার সবই করবো।
তিনি বলেন, জেপিডিসির মাধ্যমে এক হাজারের যে অধিক শিল্প উদ্যোক্তা তৈরি হয়েছে এই উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য কাজ করছি। আমরা এখানে একটি বিক্রয়কেন্দ্র করেছি, এখানে পণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে। আমাদের উদ্যোক্তাদের প্রেডাক্টিবিলিটি ঠিক করার জন্য আমরা তিন মাসের জন্য একটি মূল্য স্থির করবো। স্থিরকৃত মূল্যে আমরা সেটা বিক্রয় করবো। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাট উৎপাদনের ক্ষেত্রে ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প আছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেখানে কৃষকদের বীজ, সার, প্রযুক্তি, পাট পচন প্রক্রিয়া, গুণগত মান উন্নয়নে সহায়তা করা হয়ে থাকে। এছাড়া শিল্প সহায়তা আকারে যে যে প্রণোদনা কার্যক্রম করা হয় সেটাকে সহজিকরণ করার জন্য কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা যদি ৭৫-৮০ লক্ষ বেল অথবা ১২-১৩ লক্ষ টন পাটের বর্তমান বাজার মূল্য ১০ হাজার কোটি টাকার মত মূল্যমান দাঁড়ায়। যদি আমরা এটাকে শিল্পমূল্যে দেখি, আমাদের রপ্তানি দুঃখজনকভাবে প্রবৃদ্ধি ঘটছে না, ঋণাত্মক প্রবৃদ্ধি ঘটছে, যেটা গ্রহণযোগ্য না। আজকের আলোচনায় সেটা ব্যাপকভাবে উঠে আসেনি। আমরা সম্ভাবনার কথা বলছি। কিন্তু সেটা বাস্তব নাকি বায়বীয়?
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ প্রমুখ।