পাঠাও চালক হত্যার রহস্য উদঘাটন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে এক পাঠাও চালক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব-১।

র‌্যাব জানায়, এক পাঠাও চালককে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায় খুনিরা। এরপর গুম করার উদ্দেশ্যে পাঠাও চালককে তুরাগ নদীতে ডুবিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে র‌্যাব-১ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করে র‌্যাব-১। এরপর অভিযুক্তদের নজরদারিতে রাখা হয়। তাদের অবস্থান নিশ্চিত হয়ে ময়মনসিংহ ও গাজীপুরে অভিযান চালানো হয়। এসময় স্পর্শকাতর এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং নৌকার মাঝিসহ ২ জনকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। তবে গ্রেফতার দুইজনের নাম জানানো হয়নি। এ বিষয়ে আগামীকাল সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।