
ক্রীড়া ডেস্ক:
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে করবিন বশকে দলে নেয় পেশোয়ার জালমি। তবে ৮ মার্চ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা করে, চোটে পড়া লিজার্ড উইলিয়ামসের পরিবর্তে তারা বশকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। এখান থেকেই শুরু হয় জটিলতা।
কারণ, এবার প্রথমবারের মতো পিএসএল ও আইপিএলের সূচি প্রায় একই সময়ে পড়েছে। আইপিএল শুরু হবে ২২ মার্চ এবং শেষ হবে ২৫ মে। অন্যদিকে, পিএসএল মাঠে গড়াবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। ফলে কোনো এক টুর্নামেন্টে খেলার বিকল্প নেই ক্রিকেটারদের। আর বশ বেছে নেন আইপিএলকে।
এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পিসিবি। চুক্তি অনুযায়ী খেলোয়াড়ের অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই শর্ত ভঙ্গের কারণেই পাঠানো হয়েছে আইনি নোটিশ।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’