পিরোজপুরে নববর্ষ উদযাপন সাঁতরে বলেশ্বর নদী পাড়ি দেওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে নববর্ষ উদযাপন উপলক্ষে সাঁতরে বলেশ্বর নদী পাড়ি দেওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় পিরোজপুরের বলেশ্বর নদীর তীরের পুরাতন খেয়াঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর। এতে পিরোজপুর জেলার ৩২ জন সাঁতারু অংশ নেন।
পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের ব্যতিক্রমি আয়োজন দেখতে জেলা ও এর আশপাশের এলাকা থেকে শতাধিক মানুষের ভিড় জমে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় এ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও বলেশ্বর নদীর নাব্যতা সংকটের কারণে নদীতে জোয়ারের অপেক্ষা করতে হয় আয়োজকদের। জোয়ারের অপেক্ষায় ৩ ঘণ্টা বিলম্বে এ প্রতিযোগিতা শুরু হলে নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা দুটি খেয়া নৌকায় করে ৩২ জন প্রতিযোগীকে নদীর পশ্চিম পাড়ে নিয়ে যান। সেখান থেকে ঠিক দুপুর ১টায় সাতার প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে সাঁতরে প্রথম নদী পাড়ি দিয়ে পূর্ব প্রান্তে পৌঁছে বিজয়ী হন মো. তৌহিদুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মো. শাকিল খান ও মো. হাসান হাওলাদার।
প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীর মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার পরিচালনা করেন জাতীয় সাঁতারু ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য জহিরুল হক মির্জা।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকা পোস্টকে বলেন, আমাদের সাঁতার প্রতিযোগিতা সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে বলেশ্বর নদীর নাব্যতা সংকটের কারণে তিন ঘণ্টা বিলম্বে এ প্রতিযোগিতা করতে হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হবে এবং অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে দেশনায়ক তারেক রহমান বৈশাখ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজনের নির্দেশ দিয়েছেন। প্রতিটি উপজেলায় আমাদের এ আয়োজন হবে।