পুলিশের সঙ্গে ছবি দিয়ে মশকরা, বিপাকেই পড়েছেন পাভেল

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

বিনোদন ডেস্ক:

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় ‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। যিনি ব্যাচেলর পয়েন্টের ‘জাকির’ নামেও পরিচিত। সম্প্রতি যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন পুলিশের সঙ্গে দেখা মেলে তার। সেই ছবি দেখেই অনেকের প্রশ্ন, পাভেল কি বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন?

এই প্রশ্নের অন্যতম কারণ পাভেলের দেওয়া ফেসবুক পোস্ট। যেখানে পুলিশের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….।’

এরপরই ভক্তমহলে প্রশ্ন, পাভেল কি বিমানবন্দরে কোনো বিপদের মুখে পড়েছেন কি না? বা কোনো অপরাধ কাণ্ডে ফেঁসেছেন কি না।

এ বিষয়ে রহস্য খোলাসা করেছেন অভিনেতা। গণমাধ্যমকে জানালেন, নিছকই মজা করে পোস্টটি দিয়েছেন তিনি।

পাভেল বললেন, ‘মালয়েশিয়ার একটি শোতে গিয়েছিলাম। সেখান থেকে কয়েকদিন আগে ফিরেছি। ফেরার পথে এয়ারপোর্টে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে ছবিটি তোলা। সেটাই ফেসবুকে পোস্ট করেছি।’

তবে বিপত্তি বেধেছে এই অভিনেতার স্ট্যাটাসের ক্যাপশন। অনেকেই যে তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সেটা পাভেল নিজেও বুঝেছেন।

এই অভিনেতা বলেন, ‘পোস্ট করার পর মনে হলো ভুলই করলাম। অনেকেই ফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন। তবে তাদেরকে নিশ্চিত করেছি, নিছক মজা করতেই পোস্টটা করা