প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

 

জামালপুর প্রতিনিধি:

 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন হাফিজুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (৪ মার্চ) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ পাটাদহ গ্রামে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক ও দক্ষিণ পাটাদহ এলাকার বাসিন্দা। নাশকতার মামলায় কারাগারে আছেন এ আওয়ামী লীগ নেতা।

জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাতে ১১টার দিকে হাফিজুর রহমানের মা হামিদুন বেগম বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান। মায়ের খবরে ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাবিব তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নিজ এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর থেকে জামালপুর জেলা কারাগারে আছেন হাফিজুর।