প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

গত ১২ এপ্রিল দৈনিক ইত্তেফাক ও ইত্তেফাক অনলাইনে ‘মামলায় নেই জব্দ করা ৩০ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণের তথ্য: বাদীকে আদালতে তলব’ শিরোনামে প্রকাশিত সংবাদে অনিচ্ছাকৃত কিছু ভুল তথ্য ছাপা হয়েছে।

ঢাকায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে জানানো হয় যে ৩ এপ্রিল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার আলীখালী এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে জব্দকৃত টাকা ও স্বর্ণালংকার শুল্ক গুদামে অনিবার্য কারণবশত জমা দিতে দেরি হয়। পরে ৭ এপ্রিল বিকালে তা টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

অথচ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার বাদীকে আগামী ১৩ এপ্রিল সকাল ১১টায় আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে। ৭ এপ্রিল টেকনাফ শুল্ক গুদামে জব্দকৃত টাকা ও স্বর্ণালংকার জমা দেওয়া হলে আদালতের এই নির্দেশনার সঙ্গে কোস্ট গার্ড কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারে না। এছাড়া এ বিষয়ে কোস্ট গার্ডের কোনো কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদকের কথা হয়নি।