প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে ধর্মীয় উস্কানি, যুবক গ্রেফতার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের খণ্ডচিত্র বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শফিকুল ইসলাম ওরফে শাফী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।
শুক্রবার (৩০ জুলাই) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের পক্ষ বলা হয়, সাইবার পেট্রোলিংয়ে পাওয়া যায় বেশ কিছুদিন ধরে শান্তির আহ্বান নামক একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে হাদিস অস্বীকার ও অপব্যাখ্যা করে ধর্ম অবমাননাকর ভিডিও শেয়ার করা হচ্ছিল। গভীর পর্যালোচনায় সেই চ্যানেলে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের খণ্ডচিত্র বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছিল।
ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করে আরও দেখা যায়, সাম্প্রতিক সময়ের বিভিন্ন আলোচিত ঘটনাকে কেন্দ্র করে মনগড়া বিভিন্ন মিথ্যা বক্তব্যে ভিডিও ও ছবি যুক্ত করে আপলোড করা হয়েছে। এসব ভিডিওতে ধর্ম, রাষ্ট্র, সরকার বিরোধী নানা প্রকার আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও ধর্মীয় উস্কানিমূলক গুজব রটিয়ে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল।
বার্তায় আরও বলা হয়, সাইবার পেট্রোলিংয়ের পর প্রযুক্তি ব্যবহার করে এই পেজ ও চ্যানেল পরিচালনাকারী মো. শফিকুল ইসলাম ওরফে শাফীকে বুধবার (২৮ জুলাই) ঝালকাঠি সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ইন্টারনেট রেফারেল টিম। গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন ইন্টারনেট রেফারেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের পক্ষ থেকে বলা হয়, গ্রেফতারের সময় শাফীর মোবাইল ফোনে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ শান্তির আহ্বান লগড ইন অবস্থায় পাওয়া যায়। এই ইউটিউব চ্যানেলে সংশ্লিষ্ট ভিডিওসহ একই রকম প্রায় পাঁচ শতাধিক ভিডিও পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্থ আয়ের জন্য মনগড়া ও উস্কানিমূলক গুজব রটানো ভিডিওগুলো ধারণ, সম্পাদনা ও প্রচার করতেন।
গ্রেফতার শাফীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা মডেল থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সূত্র-ঢাকা পোস্ট।