প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ সদস্যের প্রতিনিধি দল।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে নির্ধারিত ওই বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তারা এই বৈঠকে বসেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জেবিন, মুজাহিদুল ইসলাম শাহীন, অনিক রায়সহ ৫ নেতা।