‘প্রয়োজনে লড়াই করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো’
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
ওয়ান ইলেভেনের ‘ষড়যন্ত্রের’ আভাস পাচ্ছেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম ওরফে বাবুল। ‘ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, ‘এই ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।’গতকাল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের বেপারী বাড়িতে ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়’ ইফতার ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহিদুল।
‘মনে রাখবেন ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই’ মন্তব্য করে শহিদুল ইসলাম বলেন, ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে এই ষড়যন্ত্র। সেই কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব নির্বাচন করা যাবে না। ইনিয়ে বিনিয়ে ওইসব কথা বলা হচ্ছে। ওইসব ছলাকলা চলবে না। শহিদুল ইসলাম আরও বলেন, হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি প্রয়োজনে আবারো লড়াই করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো।
‘আমরা বিএনপি পরিবার’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া প্রমুখ।
পরে দোয়া ও ইফতারের আয়োজন করা হবে।