রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে আজ বৃহস্পতিবার এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফকিরাপুলের নিউ মিতালী আবাসিক হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির নাম রাকিব। বয়স ১৯ বছর। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় হারজি গ্রামে। বাবার নাম হিমু হাওলাদার।
রাকিব ২৬ জুলাই হোটেলে ওঠেন বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, তিনি করোনা পরীক্ষা করতে ঢাকায় আসার কথা জানিয়েছিলেন।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, আজ সকাল সাড়ে সাতটার দিকে হোটেলের দায়িত্বরত ব্যক্তি রাকিবের কক্ষের দরজায় নক করে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, হোটেলের চারতলার ৪০৪ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাকিবের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের বরাত দিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, রাকিব ইসলামপুরে কাপড় বাইন্ডিংয়ের কাজ করতেন। মার্কেট বন্ধ থাকায় তিনি ১০ দিন আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। তারপর থেকে পরিবারের সদস্যরা তাঁকে অনেকবার মুঠোফোনে ফোন দেন। কিন্তু তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি পরিবার।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ বলা যাবে।