সাইফুল ইসলাম:
রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি ককটেল প্রাইভেটকারের পেছনে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পর পরই সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। আজ শনিবার (১১ নভেম্বর) রাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব বিশ্বাস।
তিনি জানান, আজ শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ওসি অপূর্ব বিশ্বাস বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মভিউ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে রাস্তায় ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।