ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজার-দোকান উচ্ছেদ

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সাগরিকা এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা কাঁচাবাজারসহ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মঈনুল হাসানের নেতৃত্বে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার বলার পরও পাহাড়তলীর সাগরিকা এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে কাঁচাবাজারসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়। পরে সরে যাওয়ার নির্দেশনা দিলেও তা মানেনি অবৈধ দখলদাররা। এ কারণে গতকাল অভিযান চালিয়ে সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ এসব স্থাপনা নির্মাণকারীদেরকেও সতর্কও করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, পাহাড়তলী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিল।