জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান। রোববার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ফকিরপাড়া এলাকার গাছের ডালে ঘুরতে দেখা গেছে হনুমানটি। এদিকে লোকালয়ে বন্যপ্রাণী আসার খবর ছড়িয়ে পড়লে হনুমানটি এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার আব্দুস সালাম খন্দকারের বাড়ির পাশের একটি মেহগনি গাছের মগডালে হনুমানটি বসে থাকতে দেখা যায়। ডালে হনুমানটি বসে থাকতে দেখে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ছুটে আসতে থাকেন।
বিশাদ মিয়া নামের একজন জানান, ফুলবাড়ীয় কোনো বনাঞ্চল নেই। তবে ভারতীয় সীমান্ত নিকটবর্তী। হনুমানটি হয়তো দলছুট হয়ে কিংবা খাবারের খোঁজে সীমান্ত পেরিয়ে এ এলাকায় চলে এসেছে।এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন বলেন, একটি হনুমান লোকালয়ে ঘুরে বেড়ানোর খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে হনুমানটি দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছে।