বগুড়ায় বেড়াতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

বগুড়া প্রতিনিধি:

 

বগুড়ায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে ঘুরতে নিয়ে গিয়ে মঙ্গলবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বর্তমানে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত কিশোর বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবারের দাবি, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব গড়ে ওঠে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে সে ছেলেটির সঙ্গে শহরের মম ইন ইকো পার্কে ঘুরতে যায়। পরে নানা ফাঁদে ফেলে কিশোরীটিকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় ওই কিশোর এবং সেখানে তাকে ধর্ষণ করে। সন্ধ্যায় কিশোরী বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে তার স্বজনদের খবর দিলে পরিবারের সদস্যরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, ‘ভুক্তভোগী কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’