বরিশালে থ্রি-হুইলারের ভাড়া নির্ধারণ নিয়ে ভুয়া গণবিজ্ঞপ্তি ভাইরাল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বরিশাল প্রতিনিধি:
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় থ্রি-হুইলারের (ব্যাটারিচালিত হলুদ অটো) ভাড়া নির্ধারণের একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরের বরাত দিয়ে ৫৪২ নম্বর স্মারকের এই বিজ্ঞপ্তিতে শহরের অভ্যন্তরীণ ১৯টি রুটের ভাড়া উল্লেখ করা হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
তবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভাইরাল হওয়া নোটিশটি ভুয়া বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল। তিনি বলেন, নগরীতে চলাচলের হলুদ অটো বা সিএনজির ভাড়া নির্ধারণের ছড়িয়ে পরা গণবিজ্ঞপ্তিতি ভুয়া। এমন কোনো সিদ্ধান্ত সিটি কর্পোরেশন নেয়নি। নোটিশে প্রধান নির্বাহী কর্মকর্তা স্যারের যে স্বাক্ষর দেওয়া আছে সেটাও ভুয়া। কেউ হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব করেছে। নোটিশটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন দুই ধরনের ফ্রন্ট ব্যবহার করেছে।ছড়িয়ে পড়া ওই নোটিশে দেখা গেছে, জেলখানা থেকে লঞ্চঘাট ৫ টাকা, লঞ্চঘাট থেকে বেলস পার্ক ৫ টাকা, লঞ্চঘাট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল ৫ টাকা, লঞ্চঘাট থেকে রূপাতলী ১০ টাকা, রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল ১০টাকা। এভাবে ১৯টি রুটের ভাড়া উল্লেখ করা হয়েছে।
যদিও এমন ভাড়া কার্যকরের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিল নগরবাসী।