বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই অবসর ঘোষণা জিম্বাবুয়ে ক্রিকেটারের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ইতি টানলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ক্রিকেটার।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ (রোববার) সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টির পরপরই ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। তবে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও শেষটির একাদশে ছিলেন। তবে ব্যাট-বলে উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেননি। অবশ্য জয় দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন উইলিয়ামস। ম্যাচ শেষে মিরপুরে ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দেন তিনি।
২০০৬ সালের ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় শন উইলিয়ামসের। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি।
বাঁহাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮টি উইকেট নিয়েছেন।