বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে বাগেরহাট শহরের পৌরপার্কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা হলেন- মল্লিক নিয়ামুল কবিরের ছেলে তানজিব উলরাত (২৩), মিলন হাওলাদারের ছেলে মো. ফারদিম (২৩) ও ওরায়হান মাহামুদের ছেলে রিত্বিক রায়হান (২৩)। আহতদের সবার বাসা বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায়। এঘটনার পর বাগেরহাট শহরে উত্তেজনা বিরাজ করছে।
বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ফারদিম জানান, ‘শুক্রবার রাতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধারা মিলে পৌরপার্কে বসে আন্দোলন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময়ে রাত ৯টার দিকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসীরা রামদা, রড, ও লাঠি নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালালে আমরা তিনজন আহত হই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান।