বাটলার দায় চাপালেন বাফুফের ওপর

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

একুশে পদক গ্রহণ করতে অন্যান্য সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের মধ্যে দুই-এক জন ছাড়া সবাই গেলেও দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার অনুষ্ঠানে যাননি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি, বাফুফের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাকে পদক দেওয়া হবে তাকে হাজির করা এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের ওপরই দায়িত্ব পড়ে।

আরব আমিরাতগামী জাতীয় দলের সংবাদ সম্মেলনে একুশে পদক গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে কোচ পিটার বাটলার জানিয়েছেন তিনি অনুষ্ঠানের দিন সকালে আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠানের আগের দিন অধিনায়ক সাবিনা খাতুন এবং সহ-অধিনায়ক মারিয়া মান্ডাকে সংস্কৃতি মন্ত্রণালয় হতে রিহার্সালের জন্য ডাকা হয়েছিল। ওখানে সবার নামে আমন্ত্রণপত্র সাবিনা এবং মারিয়ার হাতে পাঠিয়ে দেওয়া হয়। বাফুফের একজন সদস্যের দাবি তারা আগের দিনই আমন্ত্রণপত্র হাতে পান।

আমন্ত্রণপত্র যখনই আসুক, অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু হবে সেটি নিশ্চিত থাকার পরও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার হয়তো বিষয়টি আমলে নেননি। বিদেশিরা মনে করেন একটা অনুষ্ঠানে যেতে হলে অনেক আগে থেকে আমন্ত্রণপত্র হাতে পৌঁছাবে। অনুষ্ঠানের দুই ঘণ্টা আগে কেন পাঠাবে।