ক্রীড়া ডেস্ক:
কোচ পিটার বাটলারের প্রতি অভিযোগ আনা নারী ফুটবলাররা তাদের সিদ্বান্তে অটল রয়েছেন। গতকালও বাটলারের অনুশীলনে আসেননি তাদের ১৮ জন। বয়সভিত্তিক দলের ১৩ ফুটবলারকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন পর্ব চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল অনুশীলন পর্ব শেষে সংবাদমাধ্যমের সামনে নারী ফুটবলের চলমান সংকট নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। উত্তর দিতে গিয়ে তিনি বুঝিয়ে দেন সাবিনা, কৃষ্ণাদের মতো সাফজয়ী ফুটবলারদের ব্যাপারে কোনো আগ্রহ নেই তার।
‘এখানে যা হচ্ছে সে বিষয়ে কোনো ধারণা নেই। তাছাড়া কোনো আগ্রহও নেই। পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি। যারা অনুশীলনে আসছে তাদের নিয়ে কাজ চলমান থাকবে। পরের অনুশীলনে কিছু তরুণ ফুটবলার যোগ দেবে, বাকিদের নিয়ে আমি আগ্রহী নই। পরবর্তী অনূর্ধ্ব ২০ বয়সী খেলোয়াড়দের নিয়েই আমার সব আগ্রহ এবং কোনো সন্দেহ নেই যে তারা গর্বের সঙ্গে জার্সি পরে দেশের সেবা করবে।’
কোচ সাবিনাদের ব্যাপারে কোনো কৌতূহল না দেখালেও তাদের ফেরানোর চেষ্টা করে যাচ্ছে বাফুফে। নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েদের ফেরাতে কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। তাদের বোঝানোর চেষ্টা করছি।’