বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মধ্য বাড্ডা ইউসুফ স্কুলের পাশে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কামাল মৃধা (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল মৃধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তর কড়াইল গ্রামের ইফরাজ উদ্দিন মৃধার ছেলে। তিনি ক ছেলে এক মেয়ের জনক ছিলেন। বর্তমানে মধ্য বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের ভাগিনা অলি উল্লাহ জানান, আমার মামা ইট বালুর দোকানে দৈনিক দিনমজুরি হিসেবে কাজ করেন। আজ দুপুরের দিকে মধ্য বাড্ডা ইউসুফ স্কুলের পাশেই একটি নির্মাণাধীন ভবনে কাজে যান। ওই সময় একটু রড উঁচু করলে পাশেই বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে রডে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।