ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছকরিকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন—বাঁধন দাস (২৯)। তিনি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার সাধন কুমার দাসের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মাগুরা থেকে ছেড়ে আসা মুক্তা পরিবহনের একটি বাস (খুলনা মেট্রো ব ১১-০০৯৪) ছকরিকান্দি পৌঁছালে ফরিদপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।