বাসে দুর্বৃত্তের দেওয়া আগুনে দ্বগ্ধ ২ কর্মচারীকে ক্ষতিপূরণ দেবে বিমান কর্তৃপক্ষ

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টাফ বাসে অগ্নিদগ্ধ দুই কর্মীকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আজ সোমবার (২৭ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে তাদের আর্থিক ক্ষতিপুরণ দেওয়া হবে। রোববার (২৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিমানের ক্লিনিংস্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ডিউটি চলাকালীন সময়ে আহত হওয়ায় বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম মানবিক দিক বিবেচনা করে তাদের বিশেষ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।