বিআরবি হসপিটালসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সেবা সপ্তাহ উদ্বোধন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাজ্জাদ হোসেনঃ
বিআরবি হসপিটালসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর পান্থপথে হসপিটালের আয়োজনে বর্ণিল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের পরিচালক মো. শামসুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মবিন খান, অধ্যাপক ডা. আজিজুল কাহার, অধ্যাপক ডা. এম এ হাই, অধ্যাপক ডা. মো. রাশিদা বেগম, অধ্যাপক ডা. হারুন আর রশিদ, অধ্যাপক ডা. এমএ সালাম ইসলাম, অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী, অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
সভাপতির দায়িত্ব পালন করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (এল পি আর), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গত ১০ বছরে বিআরবি হসপিটাল থেকে ১,০০০,০০০+ ওপিডি রোগী, ৩০০,০০০+ আইপিডি রোগী, ২,২০০,০০০+ ইনভেস্টিগেশন, ৬৫,০০০+ সফল সার্জারিসহ স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠার এক দশকেই বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেন এবং আগামীতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিআরবি হসপিটাল বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে। যা চলবে ২১-২৭ এপ্রিল পর্যন্ত। সেবা সপ্তাহ উপলক্ষ্যে বিআরবি হসপিটালে সব ধরনের প্যাথলজি এবং রেডিওলজিতে টেস্টের ওপর ২৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। বিস্তারিত জানতে কল ১০৬৪৭ নাম্বারে।