বিক্ষোভকারী শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান সাবেক মেয়র জাহাঙ্গীরের

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

গাজীপুর প্রতিনিধি:

বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভকারী বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর। তিনি বলেছেন, ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করবে সরকার। সেই অপেক্ষায় থেকে শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের গাছা জোনাল অফিসের সামনে শ্রমিক নেতাদের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন তিনি।

সাবেক মেয়র বলেছেন, ‘শ্রমিকদের দাবি যৌক্তিক। সরকার শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে প্রজ্ঞাপন দেবে। আমরা চাই সরকার শ্রমিকদের দাবি সুবিবেচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্ত দেবে।

তাই সরকারের সময়সীমার মধ্যে শ্রমিক ভাইবোনদের আন্দোলন করা ঠিক নয়। শ্রমিক আন্দোলন যেন রাজনৈতিক না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, করোনা, ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিবেচনা করে মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ দেখতে হবে।