স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
আগামী ২৮ এপ্রিল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল। এই সিরিজে থাকছেন না দেশের আম্পায়ারিংয়ে নিয়মিত মুখ তানভীর আহমেদ। মূলত ভারতের ‘তোপ থেকে বাঁচতে’ এই সিরিজে রাখা হচ্ছে না তানভীরকে।গত জুলাইয়ে ওয়ানডে সিরিজে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকে আউট দিয়েছিলেন তানভীর। বাংলাদেশি এই আম্পায়ারের দেওয়া আউট নিয়ে বিস্তর অভিযোগ তুলেছিল ভারতের মেয়েরা। সিদ্ধান্ত না মেনে স্ট্যাম্পে ব্যাট দিয়ে আঘাত করে দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন হারমানপ্রীত। আর তাই এবারের সিরিজে নেই তানভীর।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নাম প্রকাশ না করে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বিতর্ক এড়াতে তানভীরকে রাখা হচ্ছে না এই সিরিজে। বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি আসন্ন সিরিজে যদি তাকে (তানভীর) রাখা হয়, তাহলে তিনি ভারতীয় ক্রিকেটারদের টার্গেটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা তেমনটা চাই না এবং সে কারণে তাকে বাংলাদেশ-ভারত মেয়েদের সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
মেয়েদের সিরিজে না থাকায় জিম্বাবুয়ে সিরিজে তানভীরকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। ক্রিকবাজকে তিনি বলেন, ‘হ্যাঁ, তানভীর ভারতীয় মেয়েদের বিপক্ষে হোম সিরিজের অফিসিয়াল তালিকায় নেই। আমরা তাকে জিম্বাবুয়ের বিপক্ষে ছেলেদের অপর হোম সিরিজে যুক্ত করব, দুটি সিরিজই প্রায় একই সময়ে হবে।’