বিমর্ষ আনিস-ফারুক-কামাল, কামরুল বললেন ‘হাত ধরার দরকার নেই’

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাদের ট্রাইব্যুনালে এনে হাজতখানায় নেওয়া হয়।

সরেজমিন দেখা গেছে, প্রিজন ভ্যান থেকে নামার সময় একেবারেই বিমর্ষ ছিলেন আনিসুল হক, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার। এর মধ্যে ফারুক খান সাংবাদিকদের উদ্দেশে বিমর্ষ চেহারায় হাত উঁচু করেন। আনিসুল হক, কামাল আহমেদ মজুমদার মাথা নিচু করে ভেতরে ঢুকে যান।

তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

আরো আছেন সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।