বেনফিকাকে হারালো ১০ জনের বার্সেলোনা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

বেনফিকার মাঠে ম্যাচের ২২ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এরপর পুরো সময় একজন কম নিয়ে খেলেছে কাতালানরা। তবে রাফিনিয়ার দুর্দান্ত গোলে ১-০ গোলের জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো কাতালান দলটি।

বুধবার (৫ মার্চ) ম্যাচের ম্যাচের ২০ সেকেন্ডের মাথায় নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন বার্সা গোলরক্ষক বয়েচেক শেজনি। আক্তুরকোগলুর ক্রস শট দুর্দান্তভাবে কর্নারের বিনিময়ে ঠেকান। এরপর ম্যাচের ২২ মিনিট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাউ কুবারসি।

১০ জনের দল নিয়েই বেনফিকার সঙ্গে সমানে সমান লড়াই চালিয়ে যায় বার্সা। রক্ষণ মজবুত করতেই ম্যাচের ২৮ মিনিটে ওলমোর জায়গায় রোনাল্ড আরাউহোকে নামান ফ্লিক। ১০ জনের বার্সায় খেলায় আসে ব্যালেন্স। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।

তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে ডেড লক ভাঙেন রাফিনিয়া। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।