খেলাধুলা ডেস্ক:
আইপিএলের এবার আসর যেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের সংজ্ঞাকেই বদলে দিয়েছে। ব্যাট করতে নামলে ২০০ এর কম রান যেন এবারের আসরে বেমানান। গতকালের দুই ম্যাচেই ২০০ রান দেখা গিয়েছে ৩ বার। সবমিলিয়ে ২৫০ রানের বেশি দলীয় স্কোর দেখা গেছে ৯ বার। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এবারই ভেঙেছে দুদফায়। এমনকি টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আর এমন রানের বন্যার জন্য স্পিনারদেরই দুষলেন মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান এই কিংবদন্তি স্পিনার দীর্ঘদিন ব্যাটারদের নাজেহাল করেছেন। আইপিএলেও ছিলেন দুর্দান্ত। ৬৬ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবার যুক্ত আছেন হায়দরাবাদে। যে দলটি বোলারদের নাভিশ্বাস তুলেছে, সেই দলে কোচ হিসেবে আছেন মুরালিধরন। আর সেই কোচই বললেন, এবারের আইপিএলে রান বেশি হচ্ছে কারণ, স্পিনাররা বল ঘোরাতে পারছেন না।
ঐতিহ্যগতভাবে ভারতের পিচ স্পিনসহায়ক। তবে এবারের আসরে দেখা মিলেছে ফ্ল্যাট উইকেটে। তাতে রানও হচ্ছে ব্যাপক আকারে। পিচে স্পিনারদের সহায়তা নেই। নেই পর্যাপ্ত টার্ন। আর এমন পরিস্থিতিতে স্পিনাররাও যেন বল ঘোরানোর চেষ্টা করছেন না।
মুরালির মন্তব্য রানের প্রবাহ বাড়ছে এই কারণেই, ‘ভারতে এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশির ভাগ স্পিনারই বল ঘোরানোর চেষ্টা করছে না। আমার কাছে বল ঘোরানোটাই প্রধান মাপকাঠি। ওরা কিছুটা জোরে বল করছে, কিন্তু ঘোরাচ্ছে না। বল সুইং করাতে দেখা যাচ্ছে না।’
চেন্নাই ম্যাচের আগে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন মুরালি ‘আপনি যদি অনুশীলন দেখে থাকেন, তাহলে বুঝবেন ব্যাটসম্যানরা সব থ্রো ডাউন বলে পাওয়া হিটিংয়ের অনুশীলন করছে। তাই ম্যাচেও যখন ৮০ থেকে ৯০ কিংবা ৯৫ (কিলোমিটার প্রতি ঘণ্টা) গতিতে সোজা বল আসে, তখন ওদের মাথায় শুধু পেশিশক্তি ব্যবহারের চিন্তা আসে। কারণ, এর সঙ্গে ওরা (অনুশীলনেই) অভ্যস্ত হয়ে পড়েছে। ওরা প্রতিদিন ১০০টির বেশি বলে পাওয়ার হিটিংয়ের অনুশীলন করে। ওদের মতিষ্ক ভালোভাবেই জানে, কী করতে হবে।’
এখানেই স্পিনারদের ঘাটতি দেখছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী মুরালি ‘কিন্তু স্পিনাররা যদি বল ঘোরাত বা সুইং করতে পারত, তাহলে ব্যাটসম্যানদের মস্তিষ্ক আগে থেকেই এটা জানতে পারত না। আমার মনে হয়, এ কারণেই স্পিনারদের বল ঘোরানো শিখতে হবে। যদি ওরা এটা করতে পারে, তাহলে আরও ভালো করার সুযোগ থাকবে।’
অবশ্য এবারের আসরে অভিজ্ঞ স্পিনারদের অভাবও দেখছেন মুরালিধরন, ‘আপনি অভিজ্ঞ স্পিনারদের কথা বলতে পারেন। আইপিএলে কয়জন অভিজ্ঞ স্পিনার খেলানো হচ্ছে? আমি তো বলব, ব্যাটসম্যানরাই আধিপত্য বিস্তার করছে। এর সঙ্গে যোগ হয়েছে ইমপ্যাক্ট খেলোয়াড়। মানে আপনাকে কমপক্ষে ৮ জন ব্যাটসম্যান নিয়ে মাত্র ১২০ বল খেলতে হচ্ছে।’