বৈশাখী আয়োজনে বিশ্বরঙ

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

লাইফস্টাইল ডেস্ক রিপোর্টঃ 

কয়েক দিন পরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। রমজানের শেষদিকে ঈদের কেনাকাটা শেষে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এবং বাংলা নববর্ষকে আরো রাঙিয়ে দিতে দেশের অন্যতম ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ -এর রয়েছে বিশেষ প্রয়াস। বরাবরের মতোই দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করে ‘বিশ্বরঙ’এবারেও বৈশাখী আয়োজনে পোশাকে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করেছে। কালের আবর্তে প্রায় হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের হাতে তৈরি বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাকে ব্যবহৃত নকশা ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকে।

‘বিশ্বরঙ’এবারের বৈশাখী আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় ব্যবহারের পাশাপাশি রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি ম্যাচিউরড টোন এর পরিমিত ব্যবহার লক্ষ্যনীয়। কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। এবারের বৈশাখী আয়োজনে ‘বিশ্বরঙ’ প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে। বাচ্চাদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন।

ক্রেতাদের সাধ ও সাধ্যের সমন্ময় ঘটাতে নির্দিষ্ট পোশাকে রয়েছে ৫০ শতাংশ মূল্য ছাড়। নির্দিষ্ট শাড়িতে রয়েছে ২০ শতাংশ মূল্য ছাড় । এছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ডে ১০ শদাংশ মূল্য ছাড় তো থাকছেই। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।