![ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/38-2.jpg)
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিদি:
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মুজিব ম্যুরাল ভেঙে ফেলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যুরালে ভাঙচুর করেন।
জানা যায়, দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ক্যাম্পাস প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি, শাবলসহ বিভিন্ন যন্ত্র দিয়ে ভাঙা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাঁয় হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে বা মুজিববাদের চিহ্ন রয়েছে সবগুলো একে একে উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা রাজপথে আছি এবং থাকবো।