নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে মঙ্গলবার বিকেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার এবং আশেপাশের অন্যান্য শহরগুলোও কেঁপে উঠে। আতংকিত হয়ে লোকজন তাদের অফিস এবং বাড়িঘর থেকে বেরিয়ে চলে আসে। খবর জিও নিউজ।
পাঞ্জাবের শকর গড়, চিচাওয়াতনি, শিয়ালকোট, মান্ডি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ এবং জাফরওয়ালে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ, সোয়াবি এবং সোয়াত এলাকায়ও আঘাত হেনেছে।
এদিকে, আজাদ জম্মু ও কাশ্মীরের বাগ, ধীরকোট এবং মুজাফফরাবাদ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তান আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয় দুপুর ১টা ০৪ মিনিটে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব কাশ্মীর।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।