ভোলায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

ভোলা প্রতিনিধি:

ভোলায় ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় জেলার সাত উপজেলা থেকে অর্ধ শতাধিকেরও বেশি চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার সরকারের নীল নকশার অংশ হিসেবে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যু হয়। পিলখানা হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এসব চাকরিচ্যুত বিডিআর সদস্যের পরিবার এখনও মানবেতর জীবন যাপন করছে। চাকরিচ্যুত সব বিডিআর সদস্যকে সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করাসহ ৯ দফা পূরণের দাবি করেন তারা।
এসময় চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. সাইফুল আলম, ফারুক মাসুম, সুমন কুমার দে, মো. বশির প্রমুখ উপস্থিত ছিলেন।