মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন ডিএমপি কমিশনার 

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন :

ঈদের বাকি আর মাত্র দুইদিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি আর সংশ্লিষ্টদের তদারকিতে  এবারও স্বস্তিতে যার যার গন্তব্যে ফিরছেন ঘরমুখো মানুষ। প্রতিবারের মতো এবারও ঢাকায় থাকা কর্মজীবি মানুষ ছুটছেন দেশের উত্তরের জনপদে। কেউ ট্রেনে আবার কেউ ছুটছেন গণপরিবহনে। তবে যারা ট্রেনে আগাম টিকেট পাননি, তাদের অনেকেই বাসযাগে যাত্রা করতে ভিড় করছেন মহাখালী বাস টার্মিনালে। এই জনপদের ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সোমবার (২৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনের বিষয়টি নিউজ পোস্ট বিডিকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

 

তিনি বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং টার্মিনালের নিরাপত্তা সার্বিক পরিস্থিতি দেখতে আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টা থেকে সাড়ে দশটার দিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এসময় তিনি করবে যাত্রীসেবার মান পর্যবেক্ষণ করবেন এবং যাত্রী সাধারণ ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে। এরপর সকাল ১১ টার দিকে যাত্রীসেবাসহ বাস টার্মিনালের সার্বিক বিষয় এবং নিরাপত্তা সংক্রান্তে মহাখালী বাস টার্মিনালে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। উক্ত অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে প্রিন্ট, অনলাইন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে  বিশেষ অনুরোধ জানানো হয়েছে।