মালদ্বীপের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য ভুটানে গিয়ে হিতে বিপরীত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। থিম্পুতে একটিতে জয়, অন্যটিতে হারায় র‍্যাঙ্কিংয়ে অবনমিত হয় হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এবার নভেম্বর ফিফা উইন্ডোতে ঘরের মাঠে খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারই ধারাবাহিকতায় আগামী মাসে হোমগ্রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে লাল-সবুজের দলটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ১৩ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় দুটি ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।

সর্বশেষ মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল গত বছরের ১৭ অক্টোবর। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ওই ম্যাচে দ্বীপ দেশটিকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফেডারেশনের নাজুক অবস্থার কারণে এই বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশে এসেই প্রথম ম্যাচ খেলবে তারা।
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি গতকাল গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘অন্য দলও আমাদের সঙ্গে খেলতে চেয়েছিল। তবে তারা একটি করে ম্যাচ খেলতে চেয়েছিল। একটি ম্যাচ খেলার চেয়ে আমরা দুটি ম্যাচ খেলাই লাভজনক মনে করেছি। তাই মালদ্বীপের বিপক্ষে খেলছি।’

দুটি ম্যাচ খেলতে বেশ কিছু টাকার প্রয়োজন হবে। সামনেই বাফুফের নির্বাচন। নতুন কমিটি আসার পর এই প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি, ‘সব কিছুই হয়ে গেছে। নির্বাচনের ফলে এর মধ্যে কোনো প্রভাব পড়বে না বলে আমি আশাবাদী। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।’
এর পরই হামজাকে নিয়ে দুঃসংবাদ শোনালেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘হামজার বিষয়ে আমাদের সঙ্গে ফিফার কথা চলছে। তারা আরও কিছু ডকুমেন্ট চেয়েছে। আমরা হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সেই কাগজপত্র ফিফায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এর বাইরে তাঁর ইনজুরি আছে। সব মিলিয়ে নভেম্বর উইন্ডোতে হামজাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।’