মালানের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে মুখ খুললেন তামিম

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

আগে মাঠে হরহামেশাই মেজাজ হারাতে দেখা যেত সাকিব আল হাসানকে। চলমান বিপিএলে সাকিবের সেই চরিত্রে যেন অভিনয় করছেন তামিম ইকবাল। মাঠে ফরচুন বরিশাল অধিনায়কের মেজাজ হারানোটা এখন নিয়মিত ঘটনা। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ান।

রোববার (১৯ জানুয়ারি) আবারও মাঠে মেজাজ হারাতে দেখা গেছে তামিমকে। চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে আরেক ওপেনার দাউদ মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই রাগ নিয়েই মালানের দিকে তাকান তিনি। মালানকেও এই অবস্থায় কিছু একটা বলতে শোনা যায়।

ম্যাচ শেষে তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। ফেসবুকে এক স্ট্যাটাসে তামিম লেখেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

আউটের পর ইংলিশ ব্যাটারের সঙ্গে কী কথা হয়েছে তাও উল্লেখ করে তামিম লেখেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

বরিশালের অধিনায়ক আরও লেখেন, ‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’

টিভিতে দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় উল্লেখ করে তামিম লেখেন, ‘টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’