মিনিস্টার মাইওয়ান গ্রুপের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মিনিস্টার মাইওয়ান গ্রুপ’র সালমান এফ রহমান, চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুর বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপদ জীবন চাইয়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মিনিস্টার মাইওয়ান গ্রুপের সালমান এফ রহমান, চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুর বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহক, কর্মচারী ও কর্মচারীদের নমিনির সঙ্গে প্রতারণা এবং তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগ করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, সভাপতি নিরাপদ জীবন চাই, সালাউদ্দিন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নিরাপদ জীবন চাই, কবি হাবিবা মোরসালিন, মাওলানা মো. আলমগীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, এস আই জনি, মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আজিজুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।