ক্রীড়া ডেস্ক:
মরা-ফ্লাট উইকেটে টেস্ট খেলে ধরাই খেয়েছে পাকিস্তান। সিরিজ হেরেছে বাংলাদেশের কাছেও। ইংল্যান্ডের বিপক্ষে তাই ছক বদলে স্পিনের ফাঁদ পাতে স্বাগতিকরা। নতুন ছকে কাজও হয়েছে। প্রথম টেস্টে হারলেও স্পিন ঘূর্ণিতে পরের দুই টেস্টে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শান মাসুদের দল।
শনিবার ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান। ৩৭ রানের লক্ষ্যে নেমে মাত্র ১৯ বল খেলে তুলে নিয়েছে ৯ উইকেটের জয়।
রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৬৭ রান তোলে। ওপেনার বেন ডাকেট ৫২ রান করেন। লোয়ারে উইকেটরক্ষক জেমি স্মিথ ৮৯ রানের ইনিংস খেলেন। গাস আটকিনসন ৩৯ রান যোগ করেন। স্পিনার সাদিজ খান ৬টি ও নোমান আলী ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেয় ইংলিশদের।
জবাব দিতে নেমে পাকিস্তান ৪৬ রানে ৩ ও ১৫৫ রানে ৬ উইকেট হারালেও সূদ শাকিলের ব্যাটিং দৃঢ়তায় ৩৪৪ রান তোলে। লিড নেয় ৭৭ রানের। শাকিল ১৩৪ রানের দারুণ ইনিংস খেলেন। লোয়ারে স্পিনার নোমান আলী ৪৫ ও সাজিদ ৪৮ রান যোগ করেন।
দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধসে গেছে ইংল্যান্ড। জো রুট সর্বোচ্চ ৩৩ রান করেছেন। এই ইনিংসে ১০ উইকেটই নিয়েছেন নোমান-সাজিদ জুটি। এর মধ্যে নোমান তুলে নেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন সাজিদ। প্রথম ইনিংসে পাকিস্তানের শোয়েব বাশির ৩টি ও রেহান আহমেদ ৪ উইকেট নেন।